বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে আমাদের বিশাল যুবসমাজকে উন্নয়ন ও প্রবৃদ্ধির মূল চালিকাশক্তির ভূমিকায় অবতীর্ণ করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখেই যুব উন্নয়ন অধিদপ্তর দেশব্যাপী কর্মপ্রত্যাশী যুবক ও যুবনারীদের জন্য SDG এর লক্ষ্যমাত্রা ৮.৬ অনুযায়ী বিভিন্ন ধরণের কর্মমূখী প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। যুব উন্নয়ন অধিদপ্তর শুরু থেকে জুন, ২০২২ পর্যন্ত মোট ৬৭,৬৫,০৪৯ জন যুবকে প্রশিক্ষণ প্রদান করেছে। তন্মধ্যে ডিসেম্বর, ২০২১ পর্যন্ত ২৩,০২,২৯৬ জন আত্মকর্মী হয়েছে। যাদের মাসিক আয়সীমা ৪৫০০/- থেকে ১,০০,০০০/- পর্যন্ত। ৮ম পঞ্চবার্ষিকী (২০২০-২০২১ হতে ২০২৪-২০২৫ পর্যন্ত) অনুযায়ী প্রশিক্ষণ লক্ষ্যমাত্রা ১৯,২৫,০০০ জন।
২০২৩-২৪ অর্থ বছরে প্রশিক্ষণ লক্ষ্যমাত্রা-৩,৯৫৫ জন ।
প্রশিক্ষণের উদ্দেশ্যঃ
বেকার যুবক ও যুবনারীদের আধুনিক প্রযুক্তিতে হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে কর্মমূখী সক্ষমতা বৃদ্ধি করা।
যুবদের স্ব-কর্মসংস্থান সৃজনে উপযোগী করে গড়ে তোলা।
বিশ্বায়নের সাতে সংগঠিত রেখে যুবদের দেশ-বিদেশের শ্রমবাজারের উপযোগী দক্ষ মানবসম্পদে পরিনত করা।
যুবদের মাঝে জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন সাধন করা।
প্রশিক্ষণ গ্রহণের সুবিধাদিঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পাহাড়ী, নৃ-গোষ্টি, হিজড়া, অটিস্টিক যুবক/যুবনারীদের ভর্তি ফি ব্যতিত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যুব প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রত্যেক যুবকে দৈনিক ১০০/- হারে যাতায়াত ভাতা প্রদান করা হয়।
অনলাইন প্রশিক্ষণের সুযোগঃ
ভার্মি কম্পোস্ট/কেঁচো সার উৎপাদন, গরু মোটাতাজাকরণ, স্বল্প পুঁজিতে কোয়েল পালন, স্ক্রীণ প্রিন্টিং, পশুর চামড়া ছাড়ানো এবং মাছের মিশ্রচাষ।
( ভিডিও দেখতে ভিজিট করুন www.dyd.gov.bd এর ই-সেবা মেনু)
আবাসিক প্রশিক্ষণ কোর্সসমূহে প্রশিক্ষণ ভাতা প্রদান।
অনাবাসিক প্রশিক্ষণ কোর্সসমূহে (প্রয়োজনে) বিনামূল্যে আবাসন সুবিধা।
প্রশিক্ষণ কেন্দ্রে যুবনারীদের নিরাপদ আবাসিক ব্যবস্থা।
ঘরে বসে অনলাইন প্রশিক্ষণ।
প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান যা যুব ঋণ প্রাপ্তিতে যোগ্যতা হিসেবে বিবেচিত।
যুব উন্নয়ন অধিদপ্তর কর্মপ্রত্যাশী যুবদের জন্য দু’ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকে।
০১। প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণঃ
১-৬মাস মেয়াদী প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ৪১টি ট্রেডে ৬৪টি জেলা কার্যালয়ে অনাবাসিক এবং ৬৪টি যুব প্রশিক্ষণ কেন্দ্রে আবাসিকভাবে পরিচালনা করা হয়।
০২। অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণঃ
উপজেলায় ৭-২১দিন মেয়াদী অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ৪২টি ট্রেডে স্থানীয় চাহিদার ভিত্তিতে পরিচালনা করা হয়।
ক) প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মসূচির আওতাভুক্ত কোর্সসমূহঃ
i) জেলায় পরিচালিত প্রাতিষ্ঠানিক অনাবাসিক/আবাসিক প্রশিক্ষণ কোর্সসমূহ
নং |
প্রশিক্ষণের নাম |
মেয়াদ |
ভর্তি ফি |
১ |
কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এ্যাপ্লিকেশন |
০৬ মাস / ৪৮০ কর্মঘণ্টা |
১০০০/-(এক হাজার) টাকা |
২ |
ইলেকট্রিক্যাল এন্ড হাউজওয়্যারিং |
০৬ মাস / ৪৮০ কর্মঘণ্টা |
৩০০/-(তিনশত) টাকা |
৩ |
ইলেকট্রনিক্স প্রশিক্ষণ |
০৬ মাস / ৪৮০ কর্মঘণ্টা |
৩০০/-(তিনশত) টাকা |
৪ |
রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং |
০৬ মাস / ৪৮০ কর্মঘণ্টা |
৩০০/-(তিনশত) টাকা |
৫ |
পোশাক তৈরী |
০৩ মাস / ১৮০ কর্মঘণ্টা |
৫০/-(পঞ্চাশ) টাকা |
৬ |
মৎস্য চাষ (আবাসিক/অনাবাসিক) |
০১ মাস / ১৩২ কর্মঘণ্টা |
৫০/-(পঞ্চাশ) টাকা |
৭ |
গবাদিপশু, হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ |
০৩ মাস / ৪৮০ কর্মঘণ্টা |
১০০/-(এতশত) টাকা |
*** উপরোক্ত প্রশিক্ষণ গ্রহণের জন্য জেলা কার্যালয়ে যোগাযোগ করতে হবে।
খ) অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মসূচির আওতাভূক্ত কোর্সসমূহঃ
অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সসমূহের আওতায় স্থানীয় চাহিদার ভিত্তিতে বিভিন্ন ট্রেডে বেকার যুবদের ০৭দিন থেকে ২১দিন মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হয়। উপজেলা পর্যায়ে এ প্রশিক্ষণ কোর্স পরিচালনা করা হয়ে থাকে। এ কোর্সের আওতায় পরিচালিত প্রশিক্ষণ কোর্সসমূহঃ
কোর্সের মেয়াদঃ ৭/১৪/২১ দিন (১৮/৩৬/৫৪ কর্মঘণ্টা)।
ক্রমিক নং |
প্রশিক্ষণের নাম |
১ |
পারিবারিক হাঁস-মুরগী পালন |
২ |
ব্রয়লার ও ককরেল পালন |
৩ |
বাড়ন্ত মুরগি পালন |
৪ |
ছাগল পালন |
৫ |
গরু মোটাতাজাকরণ |
৬ |
পারবিারকি গাভী পালন |
৭ |
পশু-পাখীর খাদ্য প্রস্তুত ও বাজারজাতকরণ |
৮ |
পশু-পাখীর রোগ ও তার প্রতিরোধ |
৯ |
কবুতর পালন |
১০ |
চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ |
১১ |
মৎস্য চাষ |
১২ |
সমন্বিত মৎস্য চাষ |
১৩ |
মৌসুমী মৎস্য চাষ |
১৪ |
মৎস্য পোনা চাষ (ধানী পোনা) |
১৫ |
মৎস্য হ্যাচারী |
১৬ |
প্লাবন ভূমিতে মৎস্য চাষ |
১৭ |
গলদা ও বাগদা চিংড়ি চাষ |
১৮ |
শুটকী তৈরী ও সংরক্ষণ |
*** ২০২৩-২৪ অর্থ বছরে শুধুমাত্র ৭ দিন মেয়াদী প্রশিক্ষণ গ্রহণের সুযোগ রয়েছে। অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণের জন্য মানিকগঞ্জ জেলার সংস্লিষ্ট উপজেলা অফিসে যোগাযোগ করতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস